টিকটকে জনপ্রিয় হতে শিশু সন্তানদের ঘুমের মধ্যে ভয় দেখান মা!

টিকটকে জনপ্রিয় হতে শিশু সন্তানদের ঘুমের মধ্যে ভয় দেখান মা!



তথ্যপ্রযুক্তি ডেস্ক :

টিকটক ভিডিও করে জনপ্রিয় হতে দুই সন্তানকে তাদের মা ভয় দেখান বলে অভিযোগ করেছেন লন্ডনের এক যুবক।

এ ঘটনায় তিনি স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই যুবক বলেছেন, আমার স্ত্রী টিকটক ভিডিও করার নামে ৬ বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে ভয় দেখায়। তারা ভয় পেলে স্ত্রী হাসে।

‘আমি বার বার তাকে নিষেধ করেছি। কিন্তু আমার কথা শোনেনি। এমনকি রাতে আমার সন্তানদের ঘুমের মধ্যেও ভয় দেখায় আমার স্ত্রী। অনেক সহ্য করেছি। আর নয়।’

তার দাবি, তার স্ত্রীর নেটমাধ্যমের প্রতি খুব আসক্ত। যে কোনো বিষয়কেই তিনি গুরুত্ব দিয়ে দেখেন না। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নেটমাধ্যমে ওই যুবককে সমর্থন করেছেন বেশির ভাগ মানুষ। তাদের বক্তব্য, ওই নারীর কাউন্সেলিং প্রয়োজন। সূত্র: আনন্দবাজার


সম্মানিত পাঠক! আমরা আপনাকে এ ব্যাপারে আসস্থ করতে চাই যে, সত্যতা যাচাই ছাড়া আমরা কোনো সংবাদ প্রকাশ করি না। ধন্যবাদ। বাকেরগঞ্জ নিউজের সাথে থাকার জন্য।
নবীনতর পূর্বতন