বাকেরগঞ্জ সংবাদ দাতা :
বরিশাল জেলার বাকেরগঞ্জ একটি ঐতিহ্য বাহী স্কুল, কলেজ, বাজার ইত্যাদি নানা কারনে মানুষ এই উপজেলা। এই উপজেলার একটি অতি জনবহুল রাস্তাটি প্রতিদিন কমপক্ষে ৭-৮ হাজার মানুষ ব্যবহার ইউনিয়ন নিয়ামতি। উক্ত ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের করেন।
দুঃখের বিষয় মােঃ ইউনুচ হাওলাদার (ইউনুচ কৃষ্ণনগর, ঢালমারা ও রুপারঝাের এই তিন গ্রামের মিস্ত্রি)'র বাড়ির সামনে এই ভাঙ্গলাটি আজ পেরায় ১ একটি গুরুত্বপূর্ণ সড়ক চালি বছর যাবৎ মানুষ কোমরসমান পানি বাজার ব্রিজ হইতে মােল্লা বাড়ির পেরিয়ে চলাচল করেন।
এখন সামনে দিয়া রুপারঝোর সরকারি পর্যন্ত রাস্তার বদলে মানুষ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বয়ে চলা। কোমরসমান পানি পেরিয়ে চলাচল। এই সড়ক ,যা তিন গ্রাম এর মধ্য সংযােগ রক্ষা করে করেন যা ঝুঁকিপূর্ণ এবং অমানবিক। বিশেষ করে শিশু এবং ৪ নং ওয়ার্ডের ভােট কেন্দ্রে যাওয়ার একটি মাত্র এবং বয়স্ক মানুষদের জন্য। আজ এক বছর হতে চলল সড়ক ।
বিশেষ করে মােঃ ইউনুচ হাওলাদার (ইউনুচ । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মেম্বর , কত নেতা মিস্ত্রি)'র বাড়ির সামনে রাস্তাটি বৃষ্টির কারনে ভেঙ্গে প্রায় এলাকায়ে । কিন্তু সামান্য একটা ভাঙ্গলা এবং এটা ৪ নং সমতল ভূমির সাথে মিলিয়ে গিয়েছে এবং কোমর সমান ওয়ার্ডের ভােট কেন্দ্রে যাওয়ার একটি মাত্র রাস্তা সংস্কার পানি যা, যানবাহন ও জনগন চলাচলের অনুপযােগী। করা গেল না কিংবা করতে পারলেন ; পড়ন ২য় পৃষ্ঠায়।
আমাদের নিউজগুলি ভালোলাগে শেয়ার করুন
