ইসলামী আন্দোলন থেকে মিজানুর রহমানের পদত্যাগ

ইসলামী আন্দোলন থেকে মিজানুর রহমানের পদত্যাগ




বাকেরগঞ্জ প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অব্যাহতি নিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সহ-প্রচার সম্পাদক ও কলসকাঠী ইউনিয়ন নতুন মোজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। 

৮ সেপ্টেম্বর বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে বুধবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নিজের শারিরীক ও মানসিক অসুস্থতার কারন দেখিয়ে উক্ত পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেন। 

তিনি আরও বলেন, দুনিয়ার কোন উদ্দেশ্যে নয়, একান্তই স্বেচ্ছায় তিনি এ পদ থেকে অব্যাহতি নিয়েছেন। মনে প্রাণে তিনি বিশ্বাস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহ অনুযায়ী একটি সহি সংগঠন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগীতা করবেন এবং একজন মোজাহিদ হিসেবে মৃত্যুবরণ করার আশা ব্যক্ত করেন।

সম্মানিত পাঠক! আমরা আপনাকে এ ব্যাপারে আসস্থ করতে চাই যে, সত্যতা যাচাই ছাড়া আমরা কোনো সংবাদ প্রকাশ করি না। ধন্যবাদ। বাকেরগঞ্জ নিউজের সাথে থাকার জন্য।
নবীনতর পূর্বতন