বাকেরগঞ্জ নিউজ :
বাকেরগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কের ওপর পৌরসভার ক্রসিং। ক্রসিংয়ের আশপাশে প্রতিদিন ঘটছে র্দূঘটনা। ঝড়ে যাচ্ছে তাজা প্রান। সেই সাথে মহাসড়কের পাশে দু'টি রাস্তায় লেগে থাকা দীর্ঘ যানজটে নাকাল পৌরবাসী।
এই ক্রসিং দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ লাগবে জন্য পৌর কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা গ্রহন করছে না। বাকেরগঞ্জ পৌর শহরের মাঝ দিয়ে বরিশাল-ঢাকা-চট্টগ্রাম-খুলনা সহ বিভিন্ন জেলা শহরে যাতায়েত। একদিকে রয়েছে উপজেলা ও সরকারি কলেজসহ সব সরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ; অন্যদিকে পৌরসভা বাজার, বাসস্ট্যান্ডসহ আবাসিক এলাকা। এসব এলাকায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ প্রধান ৩টি সড়ক রয়েছে। এই ৩টি সড়ক দিয়ে দক্ষিনঞ্চালের সাথে যোগাযোগ স্থাপন করেছে। এতে প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হয়।
তাই এর স্থায়ী সমাধানের জন্য ফ্লাইওভার নির্মাণের দাবি করছে বাকেরগঞ্জবাসী।
শহরে ব্যাপক হারে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ছাড়াও রয়েছে রিকশা, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন। ফলে সাম্প্রতিক সময়ে ভয়াবহ আকার ধারণ করেছে। পৌরসভার বাসষ্ট্যান্ড লেভেল ক্রসিংয়ের যানজট। বাকেরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুইটি আক্তার ও আতিক হোসেন বলেন, ‘পৌর শহর মানেই যানজটের ভোগান্তি। দক্ষিনঞ্চাল থেকে প্রতিদিন হাজারও যানবাহন এই মহাসড়কের উপর তথা কলেজের সাম্মুখ্য থেকে যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তা পাড়াপাড় হতে হচ্ছে। তাই সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তির জন্য ফ্লাইওভার চায়।